ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত : ১৬:৩৬, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৩৬, ৫ জুলাই ২০১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে সীমাহীন দুর্ভোগে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। হাইওয়ে ট্রাফিক পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় যাওয়ার এটিই একমাত্র পথ হওয়ায় তীব্র এ যানজটের সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির পাশাপাশি ঈদে রাস্তায় যানবাহনের চাপ যানজটের কারণ। সকাল থেকেই চন্দ্রা, কালিয়াকৈর ও তার আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া টাঙ্গাইল অংশে গোড়াইল থেকে মির্জাপুর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নদী পথের দৌলতদিয়া ঘাট এলাকায় ঘরমুখো মানুষের ঢল। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী তোলায় প্রতিবারের মতো এবারও ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি