ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেষ দিনের প্রচারণায় মুখর গাজীপুর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৪ জুন ২০১৮

শেষ দিনের প্রচারণায় মুখর গাজীপুর। বাসযোগ্য নগরী গড়ার অঙ্গীকার করে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। আর নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে সরকারি দলের বিরুদ্ধে আচরনবিধি লংঘনের অভিযোগ করেছেন বিএনপির হাসান উদ্দিন সরকার। এদিকে নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে মোতায়েন করা হয়েছে ২৯ প্লাটুন বিজিবি।

গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ ২৬ জুন। আজ মধ্য রাতেই শেষ হচ্ছে প্রচার প্রচারনা।

শেষ দিনে ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়তে নৌকা মার্কায় ভোট চান তিনি।

তবে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এক সংবাদ সম্মেলনে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করছেন। লঙ্ঘন করছেন আচরন বিধিও।

এদিকে ভোট নির্বিঘœ করতে সিটি কর্পোরেশন এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ২৯ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি ৫৭টি ওয়ার্ডে রাখা হবে আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য।  প্রতিটি ওয়ার্ডে থাকছে  একটি করে ভ্রাম্যমাণ আদালত।

সিটি নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি