ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৪

প্রকাশিত : ১৩:৩২, ৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩২, ৭ জুলাই ২০১৬

ঈদুল ফিতরের নামাজের আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে বোমা বিস্ফোরণ ও গুলিতে দুই পুলিশ ও এক হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৬ পুুলিশ সদস্যকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান যখন প্রস্তুত লাখো মুসল্লির ঈদ নামায আদায়ে, ঠিক তখনই বোমা বিস্ফোরণ হয় ময়দানের প্রায় চারশ গজ পশ্চিমে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা প্রথমে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে। পরে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা বোমা ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই এক হামলাকারীসহ মারা যায় দুই জন। আহত হয় পুলিশসহ ৯ জন। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর জহিরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। গুরুতর আহত ৭ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আনসারুল্লাহ নামে আরো এক পুলিশ সদস্য মারা যান। অবস্থার অবনতি হওয়ায় ৬ পুলিশ সদস্যকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। প্রতিবছর প্রায় তিন লাখ মুসল্লি ঈদের নামায আদায় করেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি