ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ১৪:৪৮, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৪৮, ৮ জুলাই ২০১৬

প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছরের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৩৯ সালের ১০ই নভেম্বর নাটোরে জন্ম তার। কর্মজীবনের শুরুতে সেনাবাহিনীতে যোগ দেন।  এরপর ১৯৮১ সালে রংপুর ফাইন্ড্রি লিমিটেড- আরএফএল প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় খাদ্য ও প্লাস্টিক পন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এটি। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশন, রিহ্যাব, ইউসেপসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপদে দায়িত্ব পালন করেন প্রখ্যাত এই ব্যবসায়ী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি