ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জে জঙ্গি হামলার ঘটনায় এ পর্যন্ত আটক ৮

প্রকাশিত : ১৪:৫০, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৫০, ৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এ ঘটনায় জড়িতদের বেশির ভাগই দেশের উত্তরাঞ্চলের বলে প্রাথমিকভাবে প্রমান মিলেছে। বহিরাগতদের ধরতে এলাকাবাসীর সযোগিতা চেয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের ৩ সাংসদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে আজিমউদ্দিন স্কুলের আশপাশসহ হামলাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী। বুহষ্পতিবার সকালে হামলার পর থেকেই সেখানে অবস্থান করছে তারা। নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। আর সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ৩ সাংসদ। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুও ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি। আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা বলছেন, পরিকল্পিত এ হামলার ঘটনায় জড়িতদের বেশিরভাগই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা। আর তারা ২৭ রমজান থেকেই শোলাকিয়া ও এর আশপাশ এলাকায় অবস্থা নিয়ে ঈদের দিন হামলা চালায়। ঈদের দিন সকাল সাড়ে নয়টার দিকে শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে আজিমউদ্দীন স্কুলের কাছে টহলরত পুলিশের উপর বোমা ও গুলি ছুড়ে হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য, এক হামলাকারী ও স্থানীয় এক নারী নিহত হন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি