ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন ঘিরে গাজীপুরে উৎসবের আমেজ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৩:১২, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কাল গাজীপুর সিটির ভোট। কিছুক্ষণ পর শুরু হবে নির্বাচনি সরঞ্জাম বিতরণ। ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবে পুলিশ-র‌্যাব-আনসারের ১৫ হাজার সদস্য। টহল দেবে ২৯ প্লাটুন বিজিবি। পাশাপাশি দায়িত্ব পালন করবেন ৬৩ জন ম্যাজিস্ট্রেট।

সিটি নির্বাচন ঘিরে গাজীপুরে উৎসবের আমেজ। মঙ্গলবারের ভোটের জন্য সাবির্ক আয়োজন চূড়ান্ত করেছে প্রশাসন।

ভোটের সরঞ্জাম নিতে এরই মধ্যে জড়ো হয়েছেন বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। সকাল ১০টার পর এসব বিতরণ হবে রিটানিং অফিসারের কার্যালয়, ডুয়েট ক্যাম্পাস, উন্মক্ত বিশ্ববিদ্যালয়, কোনাবাড়ি ডিগ্রী কলেজ ও টঙ্গী কলেজে। পাঠানো হবে ৪২৫ কেন্দ্রে।

গাজীপুর সিটিতে মেয়র পদে ৭ জন, ৫৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯ টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ৮৪ প্রার্থী। আর ভোটারের সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার।

গাজীপুরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠে রয়েছে ২৯ প্লাটুন বিজিবি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি