ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকাবাসীর ঈদ আনন্দ মিছিল ও র‌্যালি

প্রকাশিত : ২১:৫২, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ২১:৫২, ৮ জুলাই ২০১৬

ঈদ আনন্দ মিছিল ও র‌্যালি করেছে ‘ঢাকাবাসী’। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিল পূর্ব আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ঈদ উপলক্ষে টিএসসি থেকে আনন্দ মিছিল বের করে ঢাকাবাসী সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে মিছিলের আগে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশন করা হয় নাচ ও গান। পরে আলোচনা সভায় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে বের হয় আনন্দ মিছিল। আর এই আনন্দমিছিলে অংশ নিতে পেরে খুশি ঢাকাবাসি। কোন বাধাই দেশের সম্পৃতির বন্ধনকে ছিন্ন করতে পারবে না বলে মনে করেন মিছিলে অংশগ্রহন কারীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি