ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৯:৩৫, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৫, ৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখাজি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এদিকে বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা চলছে পুরো ভারতজুড়ে। এদিকে গুলশানের হামলাকারীরা জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে জাকির নায়েকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। তাকে গ্রেফতারের দাবী জানিয়েছেন উত্তর প্রদেশের একাধিক আলেম। কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এক টুইট বার্তায় প্রণব মুখার্জি সন্ত্রাসবিরোধী যুদ্ধে  বাংলাদেশের পাশে থাকার কথা জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে একই কথার পুনরাবৃত্তি করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এদিকে রাজধানীর গুলশানে হামলাকারীদের মধ্যে কয়েকজন নিয়মিত জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে এ তথ্য পাওয়ার পর ভারতজুড়ে আবার আলোচনায়  জাকির নায়েক। ইতোমধ্যে ভারতীয় এ বক্তার বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্ট ও তার ফান্ডের অর্থের উৎসের তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। উত্তর প্রদেশের বিশিষ্ট কয়েকজন ইমাম জাকির নায়েককে গ্রেফতারের দাবি জানান। এমনকি তার প্রতিষ্ঠিত পিস টিভি বন্ধের আহ্বান জানান তারা। এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন সৌদি আরবে ওমরাহ হজ পালনরত জাকির নায়েক। নিরাপরাধ মানুষকে হত্যা কখনোই সমর্থনযোগ্য নয় বলে এক ভিডিও বার্তায় জানান তিনি। এদিকে বাংলাদেশের সন্ত্রাসী হত্যাকাণ্ড নিয়ে ভারতের লক্ষেèৗর বিশিষ্ট এক ইমাম ও বলিউড তারকা আমির খান জঙ্গী গোষ্ঠি আইএস-এর কঠোর সমালোচনা করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি