ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

১২ পাকিস্তানিসহ ১৯জনকে আটক করছে সৌদি কর্তৃপক্ষ

প্রকাশিত : ১৯:৩৭, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ৮ জুলাই ২০১৬

মসজিদে নববী, মার্কিন কনস্যুলেট ও কাতিফে বোমা হামলার ঘটনায় ১২ পাকিস্তানিসহ ১৯জনকে আটক করছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব ঘটনার হামলাকারীদের নাম প্রকাশ করেছে। এর মধ্যে মসজিতে নববীতে আত্মঘাতি হামলাকারী ছিলো সৌদি নাগরিক। হামলাকারীর মাদক গ্রহণের অভ্যাস ছিলো বলে জানান তিনি। এ হামলায় চার নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। এছাড়া শিয়া অধ্যুষিত কাতিফ শহরেও হামলায় জড়িত তিনজনের নাম প্রকাশ করলেও তাদের কারো কাছে সৌদির পরিচয়পত্র পাওয় যায়নি বলে জানান মুখপাত্র। এসব ঘটনায় এখনও কেউ দায় স্বীকার না করলেও সন্দেহের তীর জঙ্গী গোষ্ঠি আইএস এর দিকেই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি