ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ সদস্য নিহত

প্রকাশিত : ১৯:৩৯, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৯, ৮ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরুর পরই দুই ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। আহত হয়েছে ৬ পুলিশ সদস্য। তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থলের কাছে একটি গ্যারেজে লুকিয়ে থাকা আরেক হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গেল মঙ্গল ও বুধবার পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি