ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে নৌকা ডুবি, ২ শিশুসহ ৩ মৃতদেহ উদ্ধার , নিখোঁজ ১

প্রকাশিত : ১৫:১৪, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১৪, ৯ জুলাই ২০১৬

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে নৌকা ডুবি, ২ শিশুসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রয়েছেন আরো একজন। নৌকা ডুবির পর গতকাল শুক্রবার দুপুর থেকে টানা ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ সকালে ৩টি মৃতদেহ ভেসে ওঠে। ফায়ার সার্ভিস কর্মীরা নদী থেকে ২শিশুসহ ৩জনের মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজ রয়েছে আরো একজন। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে শুক্রবার দুপুরের দিকে হালদা নদীর সিদ্ধাশ্রম ফেরি ঘাটের কাছে নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও চার জন নিখোঁজ ছিলো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি