ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে পদদলিত হয়ে ২৭ জন নিহত হওয়ার ১ বছর হয়ে গেলেও বিচার পাননি স্বজনরা

প্রকাশিত : ১৮:৪৯, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহে জাকাতের কাপড় বিতরণের সময় পদদলিত হয়ে ২৭ জন নিহত হওয়ার এক বছর হয়ে গেলেও বিচার পাননি স্বজনরা। ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কিংবা সহযোগিতা কিছুই সেভাবে জোটেনি। অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দুর্বিষহ দিনযাপন করেছেন। গেল বছরের ১০ জুলাই ময়মনসিংহ শহরের নুরানী জর্দা ফ্যাক্টরিতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ২৭ জন। কাপড় বিতরণের সময় ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে মামলা হয় প্রতিষ্ঠানটির মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্রও দাখিল করে। তবে আজো বিচার পাননি ক্ষতিগ্রস্থ স্বজনরা। নিহতের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র আয়ের উৎস। সেসব পরিবারের সন্তানদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে। স্বজন নেই, তাই এবার ঈদেরও কোন ছাপ ছিলো না তাদের মাঝে। নিহতদের স্বজনদের অভিযোগ, ক্ষতিপূরন এবং পুর্নবাসনে প্রতিশ্র“তির কথা থাকলেও গেল তাদের কেউ সাহায্যে হাত বাড়িয়ে দেয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সহায়তা এবং সন্তানদের লেখাপড়া-কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হচ্ছে। তবে শুধু প্রতিশ্র“তি না শুনিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি হতাহতের স্বজনদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি