ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

পাবনায় সন্দেহভাজন ২ জেএমবি সদস্যকে আটক

প্রকাশিত : ১৬:৫১, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৫১, ১০ জুলাই ২০১৬

পাবনার সুজানগরে জিহাদী বই ও ককটেল তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন ২ জেএমবি সদস্যকে আটক করেছে পুুলিশ। গেলো শনিবার রাত ১১ টার দিকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, পৌর এলাকার পালপাড়ায় নাশকতার উদ্দেশ্যে সিরাজগঞ্জের ওমর ফারুক, সুজানগরের সানাউল্লাহ ও তাদের সহযোগীরা গোপন বৈঠক করছিলো। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সানাউল্লাহ ও ওমর ফারুককে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদী বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি