ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকান্ডে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার ভোলা ও মনির রিমান্ডে

প্রকাশিত : ১৮:৪৩, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ১০ জুলাই ২০১৬

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার এহতেশাম ভোলা ও মনিরকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার দুপুরে আসামীদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর ম্যাজিষ্ট্রেট আব্দুল কাদের তিন দিনের রিমান্ডের মঞ্জুর করেন। গত ২৭ জুন রাতে নগরীর বাকলিয়া থেকে পুলিশ ভোলা এবং মনিরকে গ্রেফতার করে। সেসময় পুলিশ তাদের কাছ থেকে একটি রিভলভারসহ গুলি উদ্ধার করে। গত ৫ জুন ছুরিকাঘাত ও গুলি করে মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি