ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম কঠোরভাবে মনিটরিং করবে নির্বাচন কমিশন
প্রকাশিত : ১৯:১২, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বচানী আচরনবিধি লক্সন এবং যেকোন ধরনের অনিয়ম কঠোরভাবে মনিটরিং করবে নির্বাচন কমিশন। অন্যদিকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন সুষ্ঠু, নিরেপেক্ষভাবে সম্পন্ন করতে ইসির যথেষ্ট ক্ষমতা থাকলেও তার প্রয়োগ করছে না নির্বাচন কমিশন। তাদের মতে, যার ফলে দিনদিন নির্বাচনী পরিবেশেন মান নিম্মমুখী হচ্ছে।
গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধই ব্যাপকভাবে নির্বাচনী আচরবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন কয়েকটি কারণ দর্শানোর নোটিশ দিলেও কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি। বিশেষজ্ঞদের মতে, কোন দৃষ্টান্ত তৈরি না হওয়ায় তৃনমুলের এই ইউপি নির্বাচনেও শঙ্কা রয়ে গেছে। নির্বাচন কমিশন বলছে, পৌরসভা নির্বাচনের সময় প্রভাব বিস্তারের চেষ্ঠা প্রতিরোধে প্রধানমন্ত্রী এবং স্পীকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এই নির্বাচনে আরো সচেতন থাকবে কমিশন।
বিশেষজ্ঞরা বলছেন অন্যায় করে পার পেয়ে যাওয়ায় ইউপি নির্বাচনে প্রথম থেকেই নিবাচন কমিশন কঠোর ব্যবস্থা না নিলে ব্যাপকহারে আচরণবিধি লঙ্ঘিত হবে এবং সবার জন্য সমান সুযোগ ব্যহত হবে। তবে ইসি বলছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ব্যবস্থাই নেয়া হবে।
আরও পড়ুন