ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ডালাসে আবারও হামলার হুমকি, নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

প্রকাশিত : ১৮:৩৮, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

পাঁচ শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হত্যার পর যুক্তরাষ্ট্রের ডালাসে আবারও হামলার হুমকি দিয়েছে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদকারীরা। এর প্রেক্ষিতে ডালাস পুলিশ সদর দপ্তরসহ সরকারি ভবনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। চলছে ব্যাপক তল্লাশী। এদিকে বিক্ষোভ অব্যাহত রেখেছে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদকারীরা। অন্যদিকে বর্ণবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্র আবারও দ্বিধাবিভক্ত হচ্ছে- এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গেল মঙ্গল ও বুধবার পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জেরে বৃহস্পতিবার রাতে নিহত হয় পাঁচ পুলিশ সদস্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি