ভারতের পিস টিভি বাংলাদেশে সম্প্রচার বন্ধের সিদ্ধান্তঃ শিল্পমন্ত্রী
প্রকাশিত : ২০:৪৭, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৪৭, ১০ জুলাই ২০১৬
ধর্মের ভূল ব্যাখ্যা-বিশ্লেষণ দিয়ে জঙ্গিবাদকে উৎসাহিত করার সম্পৃক্ততা পাওয়ায়, ভারতের পিস টিভি বাংলাদেশে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া রাজধানীর কুটনৈতিক পাড়ায় যত্রতত্র গড়ে উঠা শিক্ষাপ্রতিষ্ঠান ও রেস্টুরেন্ট সরিয়ে নেয়া হবে। সচিবালয়ে, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর, একথা জানান শিল্পমন্ত্রী ও কমিটির সভাপতি আমির হোসেন আমু।
ঈদের আগে গুলশানের স্পেনিস রেস্তোরা হলি আর্টিজান এবং ঈদের দিনে, শোলাকিয়ায় হামলা কারীরা ইসলামিক বক্তা, জাকির নায়েক এর ভক্ত এমন প্রচার আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার প্রমাণ মেলায় জাকির নায়েকের পিস টিভি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত।
চ্যানেলটি ধর্মের ভূল ব্যাখ্যা দিয়ে, জঙ্গিবাদকে উসকে দিচ্ছে এমন বিবেচনায় এবার বাংলাদেশেও এর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত আসল, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে।
সেই সাথে, কূটনৈতিক পাড়ায়, অপরিকল্পিত শিক্ষা প্রতিষ্ঠান ও রেস্তোরা বন্ধ এবং স্থানান্তর করার নির্দেশনাও দেয় কমিটি।
খুৎবা ও ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যাখ্যা বন্ধ করার পাশাপাশি নাগরিকদের মাঝে জঙ্গিবাদ বিরোধী মানসিকতা গড়তে গণমাধ্যম গুলোর দ্বায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করারও সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন