ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

অষ্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ডোনাল্ডের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:০০, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:০০, ৯ ফেব্রুয়ারি ২০১৬

পুরো নাম গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রাথ সাবেক অষ্ট্রেলিয়ান ক্রিকেটার। চমৎকার ক্রিকেট নৈপুণ্য সৃষ্টি করেছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। ম্যাগ্রা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহণ করেন ১৯৭০ সালের ৯ই ফেব্রুয়ারি। আজ ম্যাগ্রার জন্মদিনে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। ম্যাকগ্রাথ শুধু  অষ্ট্রেলিয়ান  ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। ডানহাতি ফাস্ট  মিডিয়াম বোলার  ম্যাকগ্রাথকে  আলাদা  করে  দিয়েছিল তাঁর অসাধারন বোলিং নৈপুণ্য। অস্ট্রেলিয়ার হয়ে বিভিন্ন সাফল্যে বিশেষ করে বিশ্বকাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ন অবদান। জাতীয় দল, অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগ, ইংলিশ কাউন্টি লিগ, এবং এক মৌসুম ইন্ডিয়ান আইপিএলে সুনামের সাথে খেলেছিলেন তিনি। ১৯৯৩ সালে পার্থে টেস্ট আর মেলর্বোনে হয় ওয়ানডে অভিষেক । পেস বোলার হিসেবে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকার করে স্থান করে নিয়েছেন রেকর্ড বুকে। ১২৪ টেস্টে নিয়েছেন ৫৬৩ উইকেট। অষ্ট্রেলিয়াকে পরপর তিনবার বিশ্বকাপ ঘরে এনে দিতে বোলিং ডিপার্টমেন্টে রেখেছন গুরুত্বপুর্ন ভুমিকা। ২০০৭ বিশ্বকাপে  সর্বোচ্চ  উইকেট  নিয়ে  হন টুর্নামেন্টের সেরা। টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও তাঁর অবদান অবিশ্বরণীয়। ২৫০ ওয়ানডেতে নিয়েছেন ৩৮১ উইকেট। ২০০৭ সালে বিশ্বকাপের পর অবসর নেন ওয়ানডে থেকে। আর সে বছরেই অ্যাশেজ  জয়ের  পর টেস্ট  ক্রিকেটকেও বিদায়  জানান  এই  কিংবদন্তি। তবে, এখনও নানাভাবে ক্রিকেটের সাথে জড়িত রয়েছেন সাবেক এই অজি ক্রিকেটার। আর পাশাপাশি পরিবারকেও সমান দিচ্ছেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি