ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরে ৪ বাংলাদেশিকে জঙ্গি অর্থায়নের অভিযোগে কারাদণ্ড

প্রকাশিত : ১৯:১২, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:১২, ১২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে চার বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো মিজান, রুবেল, জাভেদ ও সোহেল। তাদের মধ্যে মিজানের ৫ বছর, সোহেলের ২ বছর এবং রুবেল ও জাভেদকে আড়াই বছর করে কারাদণ্ড দেয়া হয়। জঙ্গি অর্থায়নের অভিযোগে বেশ কিছুদিন আগেই গ্রেফতার করা হয় সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করা বাংলাদেশী মিজান, রুবেল, জাভেদ, সোহেলকে। পরে আদালতে অর্থায়নের কথা স্বীকার করে তারা। রায় ঘোষণার জন্য মঙ্গলবার আদালতে হাজির করা হয় তাদের। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত ওই চারজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন। এর মধ্যে দলের প্রধান মিজানের ৫ বছর, সোহেলের ২ বছর এবং রুবেল ও জাভেদকে আড়াই বছর করে কারাদণ্ড দেয়া হয়। আদালতের নথিতে বলা হয়, গ্রেপ্তারের সময় জাভেদের কাছে ১ হাজার ৩শ’ ৬০ ডলার পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৬০ ডলার তাকে দেয় রুবেল মিয়া। জঙ্গিদের সহায়তার অভিযোগে মার্চ ও এপ্রিলে আলাদা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সিঙ্গাপুরে বসবাসরত ৮ বাংলাদেশিকে। তাদের মধ্যে মামুন লিয়াকত আলী ও দৌলতুজ্জামান নামে দুজন জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তবে, আদালতের নথিতে তাদের বিরুদ্ধে জড়িত থাকার কথা রয়েছে। সাজাপ্রাপ্ত চারজনের সাথে তারাও ৬০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত চাঁদা দিয়েছে তহবিল গঠনের জন্য। আদালতের তথ্য অনুযায়ি, এ’সবের সমন্বয়কারী ছিলো মিজান। তার পরেই ছিলো মামুনের অবস্থান। রুবেল আর্থিক ব্যবস্থাপনা আর জাভেদ যোগাযোগ রক্ষার কাজ করতো। দলের সদস্যদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করতো জামান ও সোহেল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি