ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দেশের মানুষ ঐক্যবদ্ধ না হলে জঙ্গিবাদ দমন সম্ভব নয় মন্তব্য বিএনপির নেতাদের

প্রকাশিত : ২০:২৬, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ২০:২৬, ১২ জুলাই ২০১৬

দেশের মানুষ ঐক্যবদ্ধ না হলে শুধু পুলিশ-র‌্যাব দিয়ে জঙ্গিবাদ দমন সম্ভব নয় বলে মন্তব্য করেছে বিএনপির নেতারা। গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসি হামলায় নিহতদের স্মরনে বিএনপির উদ্যেগে স্মরন সভায় একথা বলেন তারা। দেশে গনতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান হয়েছে বলেও অভিযোগ করে বিএনপি নেতারা। গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসি হামলার প্রতিবাদে শোক সভার আয়োজন করে ঢাকা মহনগর বিএনপি। এসময় বিএনপির মহসচিব বলেন, গুলশানের ঘটনার সঙ্গে আর্ন্তজাতিক জঙ্গি সংগঠন জড়িত। আর বিএনপির নেতা মওদুদ আহমদ বলেন, বিএনপির মত বড় দলকে বাদ দিয়ে জঙ্গি সমস্যা সমাধান সম্ভব নয়। জঙ্গিবাদ মোকবেলায় আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার দাবী জানান বিএনপি নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি