ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাহাই সম্প্রদায়ের নেতাকে হত্যা চেষ্টার ঘটনায় ৬ জেএমবির বিরুদ্ধে চার্জসীট দাখিল

প্রকাশিত : ২০:১৩, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ২০:১৩, ১২ জুলাই ২০১৬

রংপুরে বাহাই সম্প্রদায়ের নেতা রহুল আমিনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ৬ জেএমবির বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেছে ডিবি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হোসেন আলী জানান তদন্ত শেষে আজ  ৬ জেএমবির নামে আদালতে চার্জসীট দাখিল করা হয়।  ৬ জেএমবির মধ্যে ২ জন মাসুদ রানা ও এছাহাক এখনও কারাগারে আটক রয়েছে। বাকী ৪ জন পলাতক। গত বছর ৮ই নভেম্বর রুহুল আমিন নগরীর আরকে রোডের বাসা থেকে হাসপাতালে আসার জন্য বের হওয়া মাত্রই জঙ্গিরা তাকে গুলি করে। পরে গুরতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি