ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্জ্যকে সম্পদে পরিণত করে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০:১৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:১৬, ৯ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

বর্জ্যকে সম্পদে পরিণত করে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার এমনটাই বললেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। বর্জ্য নিয়ে জ্বালানি এবং ব্যর্জ থেকে কম্পোস্ট উৎপাদনের কৌশল নিয়ে কর্মশালা উদ্ধোধনের সময় একথা বলেন তিনি। দেশের ৩২৪টি পৌরসভার বর্জ্য ব্যবস্থপনা সরকার কাজে লাগাতে চায় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, দেশে বর্তমানে বর্জ্য ব্যবস্থপনা ২০ হাজার মেট্রিক টনেরও বেশি। যা ২০২৫ সালে দাড়াবে ৪৭ হাজার মেট্রিক টন। বর্জ্যকে ব্যবহার করে কিভাবে সার ও বায়ো গ্যাসে রূপান্তরিত করে যায় সেব্যাপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেও জানান মশিউর রহমান রাঙ্গা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি