ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৬ জুলাই ২০১৮ | আপডেট: ১১:২৩, ৬ জুলাই ২০১৮

চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সড়ক দুর্ঘটনা সজল ধর নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে লোহাগাড়ার বটতলী সিকদার পেক্টোল পাম্পের সামনে

এদুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সজল। এসময় কক্সবাজারমুখি একটি ট্রাক দুর্ঘটনাস্থলে আসলে চাকা পাংচার হয়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মিজান সাংবাদিকদের জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি