ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন

প্রকাশিত : ২১:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২১:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রাম সমিতি ঢাকার নতুন নির্বাহী পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে দায়িত্বভার গ্রহণ করেন তারা। নতুন নির্বাহী পরিষদের সভাপতি হিসেবে সাবেক মুখ্য সচিব আব্দুল করীম ও  সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। ৪৩ সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটিতে বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধি রয়েছেন। এছাড়া উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড এবং হাসপাতাল কমিটি নামে আরো ৩টি কমিটিরি মাধ্যমে চট্টগ্রাম সমিতি ঢাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পানিসম্পদ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মন্ত্রীপরিষদসচিব সহ চট্টগ্রামের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি