ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ থেকে পোশাক কেনা অব্যাহত রাখবে জোট অ্যালায়েন্স

প্রকাশিত : ২০:৪৫, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৪৫, ১৩ জুলাই ২০১৬

বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনা অব্যাহত রাখবে তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স। রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে তৈরি পোশাক ক্রেতাদের নিয়ে সংশয় তৈরি হয়। অ্যালায়েন্সের বাংলাদেশ প্রতিনিধি জেমস মরিয়ার্টি জানান, সদস্য দেশগুলো আগের মতোই তাদের কর্মকা- অব্যাহত রাখবে। তবে অনেক বড় ব্র্যান্ড তাদের বিদেশি কর্মীদের বাংলাদেশে পাঠাচ্ছে না। কিন্তু বেশিরভাগেরই বাংলাদেশী, অথবা দক্ষিণ এশীয় প্রতিনিধি ঢাকায় কাজ করছে বলে জানান তিনি। রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাতের নিরাপদ কর্ম পরিবেশ  তৈরিতে মার্কিন ও লাতিন ক্রেতাদের নিয়ে ২০১৩ সালে এ জোট গঠন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি