ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয় পেয়েছেন ইনয়াগো সারভান্তেস

প্রকাশিত : ১৬:১৭, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:১৭, ১৩ জুলাই ২০১৬

জার্মান ওপেন টেনিসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন স্প্যানিশ তারকা ইনয়াগো সারভান্তেস। জার্মানির হামবুর্গে প্রথম রাউন্ড থেকেই জমে উঠে ম্যাচ। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জার্মান তারকা আলেকজান্ডারকে হারিয়েছেন সারভান্তেস। পিছিয়ে থেক দ্বিতীয় সেটে জোড় লড়াই করেন আলেকজান্ডার। তবে, সারভান্তেসের দক্ষতা ও কৌশলের সঙ্গে পেরে উঠেননি। দ্বিতীয় সেটেও ৭-৬ ব্যবধানে হেরে যান আলেকজান্ডার। আর সেই সাথে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন ২৬ বছর বয়সী স্প্যানিশ তারকা সারভান্তেস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি