ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে হজ্জ ক্যাম্পের উদ্বোধন ৩ আগষ্ট

প্রকাশিত : ২০:৪৩, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৪৩, ১৩ জুলাই ২০১৬

আগামী ৩ আগষ্ট রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বলে জানালেন বিমান পরিবহন পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার বিকেলে সচিবালয়ে আন্ত:মন্ত্রনালয় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন,সম্প্রতি দেশে জঙ্গী হামলার ঘটনায় এবারের হজ্জ ক্যাম্পে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।এবার হজ্জ এজেন্সীগুলোকে পাস দিয়ে ভিতরে ঢুকতে দেয়া হবে। তবে হজ্জ ক্যাম্পে ভীড় করতে দেয়া হবে না হজ্জ যাত্রীদের আতœীয় স্বজনদের। ৪ আগষ্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ৫ আগষ্ট সৌদিয়া এয়ারলাইন্স প্রথম ফ্লাইট পরিচালনা করা হবে। হজ্জ টিকেট নিয়ে কোনো সিন্ডিকেট বানিজ্য হবে না বলেও আশ্বস্থ করে বিমান মন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি