ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জার্মানিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ৫০

প্রকাশিত : ২২:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৬

জার্মানির বাভারিয়া রাজ্যের মিউনিখে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ট্রেনের চালক ও গার্ড মারা গেছেন। আঞ্চলিক ট্রেন কোম্পানি মেরিডিয়ান জানায়, একই লাইনে ঘটা এ সংঘর্ষে দুটো ট্রেনই আংশিক লাইনচ্যুত হয়ে একটি আরেকটির সঙ্গে আটকে গেছে। বগিগুলো উল্টে গেছে। আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করছে জার্মানির পরিবহন মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি