ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে দুর্বৃত্তের হামলায় যুবলগ নেতা নিহত, নোয়াখালীতে ইমামের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৭:৩৯, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ১৫ জুলাই ২০১৬

ফরিদপুরের রঘুনন্দনপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এদিকে, নোয়াখালীতে এক ইমামের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহষ্পতিবার রাত ৯টার দিকে রঘুনন্দনপুরে ঢাকাগামী বাস কাউন্টার এলাকায় চার যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের হাসপাতালে ভর্তির পর ওয়ার্ড যুবলীগের সদস্য ছোটন বিশ্বাস মারা যায়। এদিকে, নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ঈমাম জহিরুল হক জহিরের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। <ংঃৎড়হম>রাত ১১টার দিকে শোবার ঘরে ইমামের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এছাড়া, চুয়াডাঙ্গা সদরের মহাম্মদজম্মা গ্রামে যৌতুকের দাবিতে তহমিনা নামে এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী মিঠু। <ংঃৎড়হম>সকালে এই ঘটনা ঘটে। পরে নিহতের স্বজন ও স্থানীয়রা মিঠুকে পুলিশে সোপর্দ করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি