ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে নির্মান হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৭:২৫, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:২৫, ১৫ জুলাই ২০১৬

চিকিৎসা বিজ্ঞানে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান বাড়াতে চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের হোস্টেলের পাশেই এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। শুক্রবার সকালে জায়গাটি পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এ মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মিত হবে। এরফলে এ অঞ্চলের রোগিরাও কম খরচে উন্নত চিকিৎসা সেবা পাবেন। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকসহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি