ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সেন্ট পাউলিকে ৩-২ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড

প্রকাশিত : ১৭:১৭, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১৭, ১৫ জুলাই ২০১৬

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সেন্ট পাউলিকে ৩-২ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে বরুশিয়া। খেলার ৩ মিনিটে পিয়ের এমারিকের গোলে লিড নেয় তারা। ১৮ মিনিটে আরো একটি গোল করে নিজের ও দলের ব্যবধান বাড়ান ফরোয়ার্ড পিয়ের এমারিক। এরপর ৬০ ও ৭৮ মিনিটে নিক এম্পেন জোড়া গোল করে সেন্ট পাউলিকে সমতায় ফেরান। তবে, ৮৮ মিনিটে বরুশিয়ার হয়ে জয় সূচক গোলটি করেন মিডফিল্ডার ওরেল মঙ্গলা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি