ফ্রান্সে বিস্ফোরক বোঝাই ট্রাক হামলায় নিহত ৮৪
প্রকাশিত : ১৭:১৪, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১৪, ১৫ জুলাই ২০১৬
ফ্রান্সের নিস শহরে জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বিস্ফোরক বোঝাই ট্রাক হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। হামলার পরপর জরুরি অবস্থা আরো ৩ মাস বাড়ানো হয়েছে। এছাড়া, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান আরো জোরদারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওঁলাদ। ওদিকে, হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’সহ বিশ্ব নেতারা।
বাস্তিল দিবস, ফরাসীদের জাতীয় এ দিবস উদযাপনে আতশবাজি উপভোগে মগ্ন হাজারো জনতা; হঠাৎ-ই জনতার ভিড়ে দ্রুতগতিতে ঢুকে পড়ে একটি ট্রাক। চালিয়ে যায় দুই কিলোমিটার। এই সময়েই মুহূর্মুহু বিস্ফোরণ।
মাটিতে লুটিয়ে পড়ে অনেকে, শুরু হয় দিগি¦বিদিক ছুটোছুটি। আর্ত-চিৎকারে ভারী হয়ে ওঠে নিসের আকাশ-বাতাস।
পুলিশের সাথে গোলাগুলির এক পর্যায়ে মারা যায় ট্রাক-চালক। হামলাকারী ৩১ বছর বয়সী তিউনিশিয়ার বংশোদ্ভুত ফরাসি নাগরিক। ট্রাকে গোলাবারুদ-অস্ত্র ও গ্রেনেড ছিলো বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সবাইকে নিরাপদে ঘরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্যারিসে জরুরি বৈঠক শেষে দেশব্যাপি চলমান জরুরি অবস্থার মেয়াদ আরো ৩ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ। এ ঘটনাকে সস্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন তিনি। ন্যাক্কারজনক এ হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
এদিকে, নিস শহরে বসবাসরত বাংলাদেশিদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করেছে দূতাবাস। যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে + ৩৩ (০)১-৪৬ ৫১ ৯০ ৩৩ এই নম্বরে।
আরও পড়ুন