ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জ সদর পৌরসভায় ড্রেন-নালা ভরে গেছে আবর্জনায়, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা

প্রকাশিত : ১৬:০৮, ১৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:০৮, ১৬ জুলাই ২০১৬

গোপালগঞ্জ সদর পৌরসভায় বসবাস প্রায় সোয়া লাখ মানুষের। কিন্তু যে হারে বসতি বেড়ছে সে অনুযায়ী সংস্কার নেই ড্রেনেজ ব্যবস্থার। অধিকাংশ জায়গায় ড্রেন-নালা ভরে গেছে আবর্জনায়। অল্প বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় রাস্তা।এই বর্ষায়ও  স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন তারা। এমনিতেই ড্রেনের সংখ্যা কম। তার উপর যেগুলো আছে তার বেশির ভাগই বন্ধ আবর্জনা জমে। বৃস্টি হলেই তলিয়ে যায় রাস্তা-ঘাট। ময়লা পানি ঢুকে বাড়ি-ঘরে। এমন বেহাল দশার মাঝেই বসবাস গোপালগঞ্জ সদর পৌর এলাকার বাসিন্দাদের। এই বর্ষায়ও শহরের মিয়াপাড়া, নিচুপাড়া বাজার রোড, সাহাপাড়া, সিকদারপাড়া, মডেল স্কুল  রোডসহ বেশ কিছু এলাকার বাড়ি-ঘরে ডুকে পড়েছে ড্রেন থেকে উপচানো পানি। ময়লা পানি থেকে এরই মধ্যে রোগ ছড়িয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে বড় রকমের স্বাস্থ্যঝুঁকির আশংকা করছেন এসব এলাকার মানুষ। সমস্যার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, বৃষ্টির পানি যাতে তাড়াতাড়ি নেমে যেতে পারে সেজন্য উদ্যোগ নেয়া হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি