ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে পাচার হওয়া শিশুসহ ৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রকাশিত : ১২:৪২, ১৬ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৪২, ১৬ জুলাই ২০১৬

দালালের মাধ্যমে ভারতে পাচার হওয়া শিশুসহ ৩৫ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এদের মধ্যে ২৯ জন নারী, ৩ পুরুষ ও ৩ শিশু রয়েছে। ভারতে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে কারাভোগের শেষে দেশে পাঠানো তাদেরকে হয়েছে। ইমিগেশন পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি নড়াইল, খুলনা, বাগেরহাট, বরিশাল, মাদারীপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি