ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকত আকর্ষণ করতে পারছে না বিদেশি পর্যটকদের

প্রকাশিত : ০৯:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:১৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬

সম্ভাবনা থাকলেও বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে পারছে না বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এ জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যটকবান্ধব অবকাঠামো না থাকা থাকাকেই দায়ী করছেন পর্যটন বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীরা। কক্সবাজার সমূদ্র সৈকত। স্বচ্ছ বালিয়াড়ি সৈকত, পাহাড়বেষ্টিত নীল জলরাশির বিশ্বের একমাত্র নিরাপদ সৈকত। পর্যটন মৌসুমে দেশি পর্যটকে ঠাসা কক্সবাজার। অপার সৌন্দর্যের কক্সবাজার বিদেশি পর্যটকদের কি আকর্ষণ করতে পারছে? নেতিবাচক উত্তরই মিললো বিশেষজ্ঞদের কাছ থেকে। তাহলে এর কারণ কি? শহরে হোটেল-মোটেলের অভাব না থাকলেও নেই কোনো সুবিধা। অন্যদেশের পর্যটন স্পটগুলোতে বিদেশিদের জন্য যে ব্যবস্থা রয়েছে তার সিকিভাগও নেই কক্সবাজারে। পর্যটক আকর্ষণে একেবারেই ব্র্যান্ডিং নেই বলে অভিযোগ করছেন এ খাতের সঙ্গে জড়িতরা। সুযোগ-সুবিধা না বাড়িয়ে কক্সবাজারকে লাভজনক পর্যটকবান্ধব করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি