ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জরুরী অপারেশন এবং ওষুধ সরবরাহসহ হাসপাতালে ডাক্তার-নার্সদের সরব উপস্থিতি জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

প্রকাশিত : ১১:০৫, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১১:০৫, ১৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সরকারি হাসপাতালের সেবার মান নিয়ে বরাবরই রোগী ও স্বজনদের অভিযোগ শোনা গেলেও, উল্টো চিত্র জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জরুরী অপারেশন এবং ওষুধ সরবরাহসহ হাসপাতালে ডাক্তার-নার্সদের সরব উপস্থিতি থাকায় রোগীদের আস্থা জন্মেছে। এরিমধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মান অর্জন করেছে সেবাকেন্দ্রটি। জয়পুরহাট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি হাসপাতালে ঠিকমতো ডাক্তার-ঔষধ পাওয়া যায় না- এমন ধারণাটিই পাল্টে গেছে এখানে। চিকিৎসা নিতে আসা রোগীদের বিড়ম্বনা আর হয়রানির অভিযোগ নেই বললেই চলে। রোগীরা পাচ্ছেন বিনামূল্যের ঔষধ, সময়মতো মিলছে ডাক্তার আর নার্স। নারী ও শিশু ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন অংশে পরিচ্ছন্ন পরিবেশ। হাতের কাছেই উন্নত সুযোগ-সুবিধা। তাই প্রতিদিনই সেবা নিতে আসছেন রোগীরা, জরুরী অপারেশনও নিয়মিত। হাসপাতালের সেবার মানের জন্য, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনাম কুড়িয়েছে। এটির আদলে জেলার অন্য হাসপাতালগুলোকে ঢেলে সাজাবার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভোগান্তি কমে যাওয়া খুশি এলাকাবাসী। এ হাসপাতালটির মতো দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও জনবলের উপস্থিতি নিশ্চিত করা গেলে, পাল্টে যেতে পারে চিকিৎসা ব্যবস্থার চিত্র, এমনই আশা সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি