ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুরস্কে সেনা অভ্যুত্থানের মদদে যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিতর্কিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী

প্রকাশিত : ১১:১৬, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১১:১৬, ১৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

তুরস্কে সেনা অভ্যুত্থানের মদদে যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিতর্কিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গুলেন। এদিকে ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে আড়াই হাজার বিচারককে অপসারণ করেছে তুর্কি সরকার। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সরকারের প্রতি সমর্থন আর সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আঙ্কারা, ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে জনতার ঢল নামে। মিছিল-স্লোগানে গণতন্ত্রের পক্ষেই তাদের অবস্থান তুলে ধরেন। এদিকে সেনা অভ্যুত্থান চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রে নির্বাসিত বিতর্কিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন দায়ী করেছেন এরদোগান। আঙ্কারায় পার্লামেন্ট ভবনের বাইরে জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে গুলেনকে ফেরত দিতে মার্কিন কর্তৃপক্ষের কাছে দাবি জানান। তবে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাসিন্দা গুলেন এ অভিযোগ নাকচ করেছেন।  আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলেই গুলেনকে তুরস্কের কাছে হস্তান্তর করা হবে। সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার দায়ে এখন পর্যন্ত প্রায় তিন হাজার সেনা সদস্যকে আটক করা হয়েছে। আর গুলেনের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে অপসারণ করা হয়েছে আড়াই হাজার বিচারককে। শুক্রবারের রাতে সেনা অভ্যুত্থান চেষ্টায় সরকার ১৬১ জন নিহতের খবর দিলেও বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে নিহতের সংখ্যা আড়াইশ’রও বেশি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি