ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জার্মান কাপ ফুটবলে ডর্টমুন্ড ও ব্রেমেনের জয়

প্রকাশিত : ০৮:৫০, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:০৪, ১০ ফেব্রুয়ারি ২০১৬

জার্মান কাপ ফুটবলে ডর্টমুন্ড ও ব্রেমেন জয় পেয়েছে। ডর্টমুন্ড ৩-১ গোলে স্টুটগার্ডকে এবং ব্রেমেন একই ব্যাবধানে লেভারকুসেনকে হারিয়েছে। মার্সিডেস বেঞ্জ এরিনায় শুরু থেকেই স্টুটগার্ডের উপর চড়াও হয় শিরোপা প্রত্যাশি ব্র“শিয়া ডর্টমুন্ড। ফলও পায় তারা। মাত্র ৫ মিনিটে রিউসের গোলে এগিয়ে যায় বিজয়ীরা। তবে নিজেদের মাঠে খেলার ২১ মিনিটে রুপের গোলে ১-১ এ সমতা আনে স্টুটগার্ড। এর ১০ মিনিট পরই উবামায়াং এর গোলে ২-১ এ এগিয়ে যায় ডর্টমুন্ড। এরপর ৮৯ মিনিটে মিঠাইয়েনের গোলে ৩-১ এ জয় পায় ব্র“শিয়া ডর্টমুন্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি