ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে নাঃ হানিফ

প্রকাশিত : ১৪:৪৭, ১৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৪৭, ১৭ জুলাই ২০১৬

যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে তারা যদি এই সন্ত্রাসের পথ পরিহার করে তাহলে চিন্তা করা হবে বলেও জানান তিনি। রোববার সকালে  বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দীর্ঘদিনের পুরনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধনকালে বিএনপির সঙ্গে ঐক্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের পুরোনো ভবন ভেঙে ফেলার কাজ শুরু হয়। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনে থাকবে আধুনিক সব সুযোগ সুবিধা। আড়াই বছরের মধ্যে শেষ হবে ভবনের নির্মাণ কাজ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি