ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে আলাদা ঘটনায় বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ সদস্যসহ নিহত ৫, আহত ৪

প্রকাশিত : ০৯:৫৮, ১৮ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৫৮, ১৮ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রে আলাদা ঘটনায় বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ পুলিশ সদস্য। লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রগ এলাকায় এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়। আহত পুলিশ কর্মকর্তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। কিছুদিন আগে ব্যটন রগ এলকায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল। পরে এক কৃষ্ণাঙ্গের হামলায় ৫ পুলিশ সদস্য নিহত হয়। পুলিশ হত্যার ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  এদিকে দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে রোগী ও হাসপাতালের এক কর্মী নিহত হয়েছে। হামলকারীকে আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি