ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি

প্রকাশিত : ০৯:১২, ১৯ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:১২, ১৯ জুলাই ২০১৬

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বাড়ির মালিক ব্যবসায়ী কাজী মুস্তাহেরউদ্দিন সেলিম জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে অস্ত্রসহ বাসায় ঢোকে ৮-৯ জনের একদল ডাকাত। পরে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তার স্ত্রী ও মেয়েদের বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় তারা। খবর পেয়ে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেললেও কাউকে ধরতে পারেনি। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি