ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৪০, ১৯ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৪০, ১৯ জুলাই ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জঙ্গিবাদকে কঠোরভাবে দমন করা হবে। সকালে বিশেষ নিরাপত্তা বাহিনী-এসএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জানান, নিজের নিরাপত্তা নয়, বরং জনগনের কল্যাণে জীবন দিতেও প্রস্তুত তিনি। সরকার প্রধানসহ বিভিন্ন অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় ১৯৮৬ সালে গঠিত বিশেষ নিরাপত্তা বাহিনী-এসএসএফ এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসএফ-এর দায়িত্ব ও আনুগত্যের ভূমিকার প্রশংসা করে আধুনিক প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হবার জন্য তাদের পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান নিয়ে বলেন, এটা বৈশ্বিক সমস্যা; এর বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা তৈরির পাশাপাশি দেশে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। পরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সফিকুর রহমান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি