ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানাডিয়ান পেশাদার রেস্টলিং খেলোয়াড় যুবরাজ সিং এর জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:০৭, ১৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:০৭, ১৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

যুবরাজ সিং দেশী। ভারতীয় বংশ উদ্ভুত কানাডিয়ান পেশাদার রেস্টলিং খেলোয়াড়। রিংয়ে তাকে সবাই টাইগার রাজ নামেই চেনেন। ১৯৮৬ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন যুবরাজ সিং। দর্শক তার জন্ম দিনে জেনে নেই টাইগার রাজের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম যুবরাজ সিং দেশী। তবে লড়াইয়ের ময়দানে সবাই তাকে টাইগার রাজ, রাজ সিং, রাজ দেশী বা জিনদের মহল নামেই ডাকেন। ১৯৮৬ সালের ১৯শে জুলাই কানাডার আলবেরটার কালগারিতে জন্ম গ্রহণ করেন এ তারকা রেস্টলিং খেলোয়াড়। টাইগার রাজ শুরুতে কালগারির মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে রিকি বগনারের সঙ্গে প্রশিক্ষন শুরু করেন। প্রথমে রাজ দেশী নামেই ক্যারিয়ার শুরু করেন টাইগার রাজ। এরপর এলেন কোয়েজ ও গেরী মোররোর সঙ্গে খেলা শুরু করেন। এ সময় তিনি পাইরিয়ে রেস্টলিং এলিয়েন্স এর হয়ে খেলেন। এ সময় তিনি ২০০৮ থেকে জানুয়ারী ২০১০ সাল পর্যন্ত পিডাব্লিউএ চ্যাম্পিয়ন ছিলেন। পাশাপাশি ৩ বারের ট্যাগটিম চ্যাম্পিয়ন ছিলেন টাইগার রাজ। ২০১০ সালে ডাব্লিউ ডাব্লিউই তে খেলা শুরু করেন টাইগার রাজ। এ সময় তিনি ভারতীয় সংস্কৃতি অনুস্মরণ করেন। তিনি বলেন রেস্টলিংয়ের দর্শকরা একজন ভারতীয় খেলোয়াড়কে দেখতে চায়। আমি তাদের আশা পূর্ণ করেছি। অক্টোবরে স্যামক ডাউনের ১৪তম আসরে টাইগার ডাব্লিউ ডাব্লিউই রেস্টলিংয়ে তার সেরা খেলাটা খেলেন। ৪১জন খেলোয়াড়ের মধ্যে সেরা তিনে থাকেন তিনি। টাইগার রাজ প্রকৃত পাঞ্জাবি শিখ। সে পাঞ্জাবি ও ইংরেজীতে কথা বলেন। তিনি রেস্টলার গামা সিংয়ের ভাতিজা। টাইগার সিং কানাডার ইউনিভার্সিটি অফ কালগারি থেকে ডিগ্রী লাভ করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি