ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে উচ্ছেদের পরেও রাস্তা দখল করে গড়ে উঠছে অবৈধ ট্রাক স্ট্যান্ড

প্রকাশিত : ১৬:১০, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:১০, ১০ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

উচ্ছেদের পরেও রাজধানীর তেজগাঁও এলাকার অধিকাংশ রাস্তা দখল করে গড়ে উঠছে বিচ্ছিন্ন অবৈধ ট্রাক স্ট্যান্ড। যদিও ট্রাক শ্রমিক সংগঠনের দাবি, নির্ধারিত স্থানে গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় রাস্তা জুড়ে এলোপাতাড়ি এ চিত্র। আর নতুন জায়গা পেলে ট্রাক স্ট্যান্ড স্থানান্তরিত করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে সংগঠনটি। তবে নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি রাখতে ট্রাক মালিকদের প্রতি আহবান জানিয়েছে সিটি কর্পোরেশন। গেল বছর ২৯ নভেম্বর রাজধানীর তেজগাঁও এলাকায় গড়ে ওঠা অবৈধ ট্রাক পাকিং উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দীর্ঘদিনের আধিপত্য নিয়ে বেশ কয়েকটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকা দখলকৃত জায়গা উদ্ধার করে রেলওয়ের জায়গায় অস্থায়ীভাবে ট্রাক রাখার ব্যবস্থাও করা হয়। তবে উচ্ছেদের পরে কিছুদিন নিয়ন্ত্রিত থাকলেও পরে পাল্টে যায় চিত্র। রাত হলেই রাস্তা জুড়ে এলোপাতারি রাখা হয় ট্রাক। অবৈধভাবে রাস্তা দখল করে আবারও গড়ে উঠছে অস্থায়ী ট্রাক স্ট্যান্ড। বিষয়টি নিয়ে ভিন্নরকম ব্যাখ্যা রয়েছে ট্রাক মালিকদের। ট্রাকের সংখ্যা বেশি বলে স্থান সংকুলানের অভাবে রাস্তা দখল করে রাখা হচ্ছে বলে জানান মালিকরা। ট্রাক শ্রমিক সংগঠনের দাবি, গড়ে ৪ থেকে ৫ হাজার ট্রাক যাতায়াত করে প্রতিদিন। উচ্ছেদের পর সিটি কর্পোরেশনের দেয়া নির্ধারিত স্থানে পর্যাপ্ত জায়গা না থাকা এবং কাঁচা মাটির কারণে  গাড়ি রাখা যায়না বলে জানিয়েছে সংগঠনটি। বিষয়টিকে খোঁড়া অজুহাত আখ্যা দিয়ে ট্রাক রাখার জন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে কারওয়ানবাজার ও তেজগাঁও সংযোগস্থলে রেল ক্রসিং সরু হওয়ায় সৃষ্ট দীর্ঘ যানজন নিরসনে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন বলেও মনে করছে সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি