পিরোজপুরে দূর্লভ অগ্নিসাগর জাতের কলার বাণিজ্যিক চাষে সাফল্য
প্রকাশিত : ১২:১১, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১২:১১, ২০ জুলাই ২০১৬
দূর্লভ অগ্নিসাগর জাতের কলার বাণিজ্যিক চাষ করে সাফল্য পেয়েছেন পিরোজপুর জেলার চাষীরা। লাল রঙের এ ব্যতিক্রমী কলার স্থানীয়ভাবে যেমন কদর রয়েছে, তেমনি বাজারেও এটি হয়ে উঠছে দারুণ জনপ্রিয়। আর অগ্নিসাগর কলাকে স্বাস্থ্যসম্মত ও সম্ভাবনাময় হিসেবেই দেখছে কৃষি বিভাগ।
বছর বিশেক আগে পিরোজপুর জেলায় সৌখিনভাবে দূর্লভ অগ্নিসাগর জাতের কলার চাষ শুরু করেন কায়েস তালুকদার। বর্তমানে কাউখালি উপজেলার শিয়ালকাঠি, বিড়ালজুড়ি, ঝোলাগাতি ও চিড়াপাড়া ইউনিয়নে ২৫ হেক্টর জমিতে চাষ হচ্ছে লাল রঙের এ কলা।
অন্যান্য কলার চেয়ে অগ্নিসাগরের দাম একটু বেশি হলেও, সুস্বাদু বলে ক্রেতাদের কাছে এর কদর রয়েছে। স্থানীয় বাজার থেকে সরবরাহও হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।
প্রতি একর জমিতে ৮শ’ থেকে হাজার খানেক চারা লাগানো যায়। কৃষি বিভাগ বলছে, ভিন্নরকম এ কলার ভালো বাণিজ্যিক সম্ভাবনা উজ্জ্বল।
স্বাস্থ্যসম্মত এ কলার আরো বেশি ফলনের জন্য প্রয়োজনীয় গবেষণা দরকার- মনে করেন পিরোজপুরের চাষীরা।
আরও পড়ুন