লিবিয়া উপকূলে ২২ শরণার্থীর মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ০৯:২৬, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:২৬, ২১ জুলাই ২০১৬
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি নৌকা থেকে ২২ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দাতব্য সংস্থা মেডিসিন সানস ফন্টিয়ার-এমএসএফ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে ২১ জনই নারী। প্রায় সবাই আফ্রিকার বাসিন্দা। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এরআগে একই জায়গা থেকে ৫০ শিশুসহ ২শ’ জনেরও বেশি শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়। বুধবার এ নিয়ে ভূমধ্যসাগর থেকে ২ হাজারেরও বেশি শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এ বছরও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসার পথে প্রাণ হারিয়েছে কয়েক হাজার শরণার্থী।
আরও পড়ুন