ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় ইইউর সঙ্গে বৈঠক আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে তৃতীয় কূটনৈতিক বৈঠক আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকে উভয় পক্ষের রাজনৈতিক অগ্রগতিসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। অন্যদিকে ইইউর এশিয়া ও প্যাসিফিকবিষয়ক ব্যবস্থাপনা পরিচালক গুনার ভিগান্ড ইইউ জোটের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইইউ ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পারে। আজকের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া এজেন্ডা ২০৩০, কানেক্টিটিভি, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা এবং সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবেলার মতো বিষয়ও গুরুত্ব পেতে পারে।
জানা গেছে, ইউরোপে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়টি ইইউর পক্ষ থেকে তোলা হতে পারে।
এর আগে দ্বিতীয় বৈঠক গত বছরের ১৫ ফেব্রুয়ারি ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে আজকের বৈঠকে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি