ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় হাতি আটকা পড়েছে

প্রকাশিত : ১১:০৬, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১১:০৬, ২১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছিন্নার চর এলাকায় বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় একটি হাতি আটকা পড়েছে । মঙ্গলবার রাতে হাতিটি খাসরাজবাড়ী ইউনিয়নের গোদারবাগ চরে থাকলেও বুধবার বিকেলে সেটি ভাসতে ভাসতে ছিন্নার চরের একটি পাট ক্ষেতে অবস্থান নেয়। মাঝে মাঝে হাতিটি স্থান বদলের চেষ্টা করলেও শত শত মানুষের চিৎকার আর নানা শব্দে ভীত হয়ে পরে। চরাঞ্চলের কলাগাছ ও আউশ ধানসহ নানা খাবার খাচ্ছে সে। রাজশাহী বিভাাগের বন্য পশু কর্মকর্তা মনিরূল ইসলাম জানান, ৫টনের বেশী ওজনের এই হাতিটিকে উদ্ধার করার মত সরঞ্জাম তাদের নেই। হাতিটিকে অজ্ঞান করা হলেও এক থেকে দেড় ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। ফলে এত কম সময়ে হাতিটিকে সরানো সম্ভব নয়। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারতীয় বনবিভাগ জানিয়েছে, তারা সরকারের কাছে আসার জন্য আবেদন করেছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলেই তারা বাংলাদেশে আসবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি