ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জঙ্গি হামলার গুজব ছড়িয়ে একটি মহল আতংক সৃষ্টি করছেঃ ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১৬:৪০, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৪০, ২১ জুলাই ২০১৬

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট ও মুঠোফোনে জঙ্গি হামলার গুজব ছড়িয়ে একটি মহল আতংক সৃষ্টি করছে। গুজব ছড়ানোকে ফৌজদারি অপরাধ উল্লেখ করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আর কূটনীতিক পাড়া সিসি ক্যামেরার আওতায় এনে ঘন্টায় ঘন্টায় তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি। চলতি মাসের শুরুতেই গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি জঙ্গিরা। এরকম হামলা অব্যাহত থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, বিভিন্ন ওয়েব সাইট ও মুঠোফোন বার্তায় গুজব ছড়ানো হচ্ছে। আর এসব বার্তায় শপিংমল থেকে শুরু করে শিক্ষ প্রতিষ্ঠানে হামলার কথা বলা হচ্ছে। ডিএমপি কমিশনার জানালেন, এসব গুজবের কোনো ভিত্তি নেই, আর যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কূটনীতিক পাড়ার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। গুলশানের জঙ্গি হামলা মামলার তদন্তে অগ্রগতি আছে বলেও জানান, ডিএমপি কমিশনার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি