ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাতীয় রেল নেটওয়ার্কে পাবনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২০ জুলাই ২০১৮

ইশ্বরদীর মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথের মাধ্যমে জাতীয় রেল নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে পাবনা সদর। সম্প্রতি পাবনা-রাজশাহী রুটে একটি ট্রেনও চালু হয়েছে। যাত্রীসেবা বাড়াতে রাজধানীসহ অন্যান্য রুটেও সরাসরি ট্রেন চালুর দাবী পাবনাবাসীর।

পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ চালু হবার সময়ই দাবি উঠে ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত রেললাইনের। ব্রিটিশরা প্রতিশ্র“তি দিলেও তা বাস্তবায়ন করেনি। দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ সরকার ঈশ্বরদী-ঢালারচর রেল প্রকল্প হাতে নেয়।

পরবর্তীতে ২০১০ সালে নকশার কিছুটা পরিবর্তন এনে ঈশ্বরদীর পাশ্ববর্তী মাঝগ্রাম স্টেশন থেকে পাবনা বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত ৭৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে পাবনা সদর পর্যন্ত ২৫ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে, বাঁকি অংশ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

গেল ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা-রাজশাহী রুটে ‘পাবনা এক্সপ্রেস’ নামে একটি মেইল ট্রেনের উদ্বোধন করার পর এ অঞ্চলের যাত্রীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

দুর-দুরান্তের অন্যান্য রুটেও ট্রেন চালুর দাবী পাবনাবাসীর।

স্টেশন কমকর্তা জানালেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কর্তৃপক্ষের।

নতুন রেল প্রকল্পের পরিপূর্ণ সেবা পেতে, পাবনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে আরো ট্রেন চালুর উদ্যোগ নেয়ার দাবি যাত্রীদের।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি